আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’। এর মাঝেই জানা গেল ‘পুষ্পা’র তৃতীয় কিস্তির খবর।
গণমাধ্যম ‘দ্য আকাশবাণী’-র এক প্রতিবেদনে বলা হয়েছে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসছে। আল্লুর ইচ্ছাতেই ‘পুষ্পা থ্রি’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা সুকুমার।
‘পুষ্পা থ্রি’ স্ক্রিপ্ট তৈরি হয়নি এখনও। ‘পুষ্পা টু’ শুটিং শিডিউল নিয়ে জটিলতা, চিত্রনাট্যে রদবদল, অভিনয় শিল্পীদের মধ্যে মনোমালিন্যসহ নানা জটিলতায় পড়েছিল। তাই ‘পুষ্পা থ্রি’ যে শিগগির আসছে না তা নিশ্চিত। দীর্ঘ অপেক্ষা করতে হবে ভক্তদের।
১৫ আগস্ট ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির কথা থাকলেও ছবির ৫৫ শতাংশ শুটিং শেষ হয়েছে মাত্র। জুনের আগেই পুরো কাজ শেষ করতে চান নির্মাতা। ছবির মুক্তি আর পেছাতে চান না।
‘পুষ্পা টু’-এর সাফল্য সুনিশ্চিত। এরপরে ‘পুষ্পা থ্রি’ আল্লু অর্জুনের জন্য ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
আল্লু নিজেকে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষে ভেবেচিন্তে এগুচ্ছেন। অভিনেতার হাতে আছে অ্যাটলি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো নির্মাতার ছবি। এই ছবিগুলো যদি ব্যর্থও হয়, ‘পুষ্পা থ্রি’ দিয়ে ফিরতে পারবেন অভিনেতা।-পিঙ্কভিলা








