বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ট্যানারী মালিকরা চামড়া বিক্রেতাদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে। চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন এক সাথে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আজ ১৮ জুন রংপুর নগরীর সাগরপাড়াস্থ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
এতিমখানা, মাদ্রাসা কর্তৃপক্ষকে চামড়ার ন্যায্য মূল্য পেতে লবণ লাগিয়ে ৭-৮ দিন সংরক্ষণের পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তিতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের দাম কমাতে সরকার কাজ করছে।







