রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যা করার পর ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানিয়েছেন নিহতের স্ত্রী বানু বেগম (৩১)।
আজ বৃহষ্পতিবার ভোর সোয়া চারটায় ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামের একটি তিনতলা ভবনের নীচতলায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
বানু বেগম ‘জাতীয় জরুরি সেবা- ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এখন তিনি আত্মসমর্পণ করতে চান। ৯৯৯ এর কনষ্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। ঘটনা শুনে তিনি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানান।
সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত শামীম মিয়ার (৪০) মৃতদেহ সুরতহাল করে পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে এবং হত্যার দায়ে অভিযুক্ত বানু বেগমকে গ্রেফতার করেছে।
প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। বানু জানান, দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। তাই অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।








