এই সময়ের নামী চিত্রপরিচালক রায়হান রাফী ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩-এর কোরবানির ঈদে এসে শুরুতেই ব্লকবাস্টার উপহার দিয়ে নিশো তার নামের সুবিচার করেন। এতে তার প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়েছিল।
দর্শকরা আশা করেছিলেন, আবারও রাফীর নির্মাণে নতুন ছবি করবেন নিশো। দেরি হলেও তেমনটাই ঘটতে যাচ্ছিল। রাফীর নতুন সিনেমায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে নিজেই সরে যান আফরান নিশো।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনে উপস্থিত থেকে নিশো জানান, অনেকে তার কাছে প্রশ্ন করে রায়হান রাফী সঙ্গে সিনেমায় আবার কবে দেখা যাবে? ঢালিউডের ‘দাগি’-খ্যাত অভিনেতা নিশো বলেন, আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এজন্য রাফীর সঙ্গে নতুন প্রজেক্ট করার কথা থাকলেও করা হলো না।
এদিকে, আফরান নিশোর ঘনিষ্ঠ একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, রায়হান রাফীর এই সিনেমাতে চূড়ান্ত ছিলেন আফরান নিশো।প্রায় ছয়মাস ধরে প্রস্তুতি চলছিল। কাস্টিং, লোকেশন, টেকনিক্যাল টিম সবকিছুই অনেকদূর এগিয়েছিল। কেবল বাকি ছিল নিশোর সাইনিং।
সূত্রটি জানায়, স্ক্রিপ্টের ড্রাফটও চলে গিয়েছিল নিশোর বাসায়। বারবার প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক চুক্তি পত্রের স্বাক্ষর করার তাগিদ দেওয়া সত্ত্বেও নিশো টিমের কাছ থেকে সময় নিয়েছিলেন। কারণ, তিনি নিজের শরীরের সায় না দেয়ার বিষয় আগেই বুঝতে পেরেছিলেন।
এরপর নিশো কিছু টেস্ট আর ডাক্তার দেখান। তিনি পুরনো এই শারীরিক সমস্যার অবনতি হওয়ায় শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে প্রযোজক, পরিচালক ইনজুরি থাকা অবস্থাতেও নিশোকে নিয়ে কাজ করতে রাজি ছিলেন। কারণ, পুরো টিম প্রজেক্ট প্রস্তুতির অনেকাংশেই সেরে ফেলেছিল। কিন্তু নিশো চাননি তার সীমাবদ্ধতার কারণে প্রযোজক বা প্রজেক্টটি কোনো ধরনের ক্ষতির মুখে পড়ুক।
সূত্রটি আরও জানায়, নিশোর বাঁ পায়ের লিগামেন্টে প্রায় ৭-৮ বছর আগে চোট লেগেছিল। সঙ্গে ছিল পুরনো তার কোমরের ইনজুরি। কিন্তু বর্তমানে সমস্যা বেড়ে যায় তিনি দুটি এমআরআই করান। সেখানে ধরা পড়ে Left Knee ACL Full Tear, Meniscus Tear, এবং Spine-এ ছোট ছোট ইনজুরি। হাঁটুতে সার্জারি এবং পিঠের জন্য থেরাপি ও সঠিক লাইফস্টাইল এখন নিশোর জন্য আবশ্যক।
এই সীমাবদ্ধতা সত্ত্বেও নিশো মানসিকভাবে দৃঢ় ছিলেন কাজ করার জন্য, তবে পেশাদারিত্বের জায়গা থেকে নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান। সূত্রটি জানায়, শুরু থেকে নিশো সিনেমার ব্যাপারে আপোষহীন।
ইতোমধ্যে জানা যায়, নিশোর ছেড়ে দেয়া রাফীর ভৌতিক গল্পে সিনেমাটির নাম শুরুতে ছিল ‘সেয়ানা’। পরে নাম পরিবর্তন করে ‘আন্ধার’ রাখা হয়েছে। যেখানে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। ঈদ ছাড়াই ভৌতিক গল্পের এ ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।









