স্বামীর কাছে হাতের রুলি চাওয়াই কাল হয়ে দাঁড়ানো ৩০ বছর বয়সী আসমা আক্রান্ত পুতুলের। এই ঘটনার জের ধরেই মেয়েকে কোমল পানিয় সাথে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে কুপে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে ৪০ বছর বয়সী আবুল কালাম।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা কলেজ রোড এলাকার রাসেল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আসমা ২০১৩ সাল থেকে একটি বেসরকারি ব্যাংকে পরিছন্নতাকর্মী পদে চাকরি করতেন। তাদের একটি ছেলে ও এক মেয়ে আছে। আবুল কালাম চায়ের দোকানি।
আসমার মেয়ে রাকা মনি বলেন, বাবা আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পারিয়ে দেন। লোকজন এসে আমাকে ঘুম থেকে উঠায়। এরপর দেখি আমার মায়ের দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে এলাকার লোকজন মাকে হাসপাতাল নিয়ে যায়।
স্থানীয়রা সূত্রে জানা গেছে স্ত্রীর হাতের সোনার রুলি বিক্রি করেন স্বামী। স্ত্রী রুলি ফেরত চাইলে প্রায় সময় তাদের সংসারে মারামারি হতো।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, রাত সাড়ে ৭টার দিকে আবুল কালাম নিজের হাতে স্ত্রীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেন। তারপর ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় আসমাসহ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার আসল ঘটনা তদন্তের মাধ্যমে বের হবে।








