বিশ্বকে দেখা, জানা আর ছুঁয়ে দেখার অদম্য স্বপ্ন থেকেই পথচলার শুরু নিলয় কুমার বিশ্বাসের।
ছোটবেলা থেকেই পৃথিবীর নানারকম মানুষ, সংস্কৃতি ও প্রকৃতির রঙ তাকে টানত অদ্ভুত এক মোহে। সেই কৌতূহলই পরিণত হয়েছে তাঁর জীবনের নেশায় ভ্রমণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও নিলয় কখনো প্রচলিত অর্থে সাংবাদিকতার পেশায় যুক্ত হননি। বরং ভ্রমণের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে টেনে নিয়েছে পৃথিবীর পথে।
আজ তিনি দেশের অন্যতম ভ্রমণ সংস্থা ‘বেঙ্গল ভিসতা’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির প্রধান সালাহউদ্দিন সুমন বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ কনটেন্ট নির্মাতা, যিনি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন পৃথিবী ঘুরে দেখার নতুন ভাবনায়।
ইতিমধ্যে নিলয় কুমার বিশ্বাস ঘুরে ফেলেছেন বিশ্বের নানা বিস্ময়কর প্রান্ত। ভারতের ঐতিহাসিক শহর থেকে শুরু করে চীনের প্রাচীন সভ্যতার নিদর্শন প্রতিটি ভ্রমণ তাঁর চোখে খুলে দিয়েছে নতুন অভিজ্ঞতার জানালা। তাঁর অন্যতম স্মরণীয় যাত্রা ছিল তিব্বতের কৈলাশ পর্বত অভিযান। পবিত্র সেই স্থানের নীরবতা ও মহিমা তাঁকে দিয়েছে গভীর আত্মিক অনুভূতি।
হিমালয়ের তুষারাচ্ছন্ন পথ পেরিয়ে মঙ্গোলিয়ার অনন্ত তৃণভূমি, আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দুর্গম জনপদ নিলয় মিশে গেছেন নানা জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে। শিখেছেন তাঁদের জীবনধারা, সংস্কৃতি আর প্রকৃতিনির্ভর বেঁচে থাকার কৌশল।
এখন তিনি নিজের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে বেঙ্গল ভিসতার মাধ্যমে আন্তর্জাতিক গ্রুপ ট্যুরের আয়োজন করছেন। তাঁর বিশ্বাসভ্রমণ কেবল বিনোদনের উপায় নয়, বরং এটি হতে পারে শিক্ষা, অভিজ্ঞতা ও পারস্পরিক বোঝাপড়ার সেতু।
শৈশবের সেই স্বপ্ন আজও তাঁকে পথ দেখায়। নিলয় কুমার বিশ্বাসের লক্ষ্য একটাই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখা, এবং সেই অভিজ্ঞতার আলোয় অন্যদের অনুপ্রাণিত করা। তাঁর জীবনের গল্প প্রমাণ করে, যদি মন থেকে ভালোবাসা যায়, তাহলে কোনো স্বপ্নই দূর অসম্ভব নয়।









