ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তিন বছরের দীর্ঘ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে জেলেনস্কির সাথে থাকতে পারেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্ব এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আগামীতে এমন হামলার সম্ভাবনা এড়াতে ইউরোপের নেতারা একজন প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছেন, যারা জেলেনস্কির সাথে থাকবেন।
সম্প্রতি ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকে অংশ নিয়েছিলেন। কিন্তু ওই বৈঠকে যুদ্ধের জন্য কোনো সমাধান বের করা যায়নি। গত ফেব্রুয়ারির পর এটি জেলেনস্কির প্রথম মার্কিন সফর। সেই সময় দুই নেতা বৈঠক করেছিলেন এবং ট্রাম্প জেলেনস্কিকে অবজ্ঞাপূর্ণ বলে অভিযুক্ত করেছিলেন।
স্টাব্ব ও রুটে উভয়েই ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন এবং কূটনৈতিক মধ্যস্থকারীর ভূমিকায় আছেন। একজনকে সঙ্গে পাঠানোর উদ্দেশ্য হলো ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কোনো দ্বন্দ্ব এড়ানো।
সোমবার ১৮ আগস্ট বৈঠকে ইউরোপ ও ইউক্রেন চেষ্টা করবে ট্রাম্প যেন পুতিনের যে কোনো দাবি, যেমন কোনো ইউক্রেনীয় ভূখণ্ডের অধিগ্রহণ মেনে না নেন তা নিশ্চিত করা।
গত শুক্রবার পুতিনের সঙ্গে ট্রাম্পের খুব ফলপ্রসূ বৈঠকের পর, তিনি বলেছেন যে শান্তি চুক্তি আনতে এখন দায়িত্ব জেলেনস্কির ওপর।









