‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর মূল ভিলেন হতে চলেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ নামের একটি চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন এমা করিন। ভক্তদের এখন এই চরিত্রটিকে নিয়ে কৌতূহলের শেষ নেই।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রথমবারের মতো দেখা যাবে এমা করিনকে। সোমবার প্রকাশিত ট্রেলারে তাকে দেখা গেছে ‘ক্যাসান্দ্রা নোভা’ লুকে। ট্রেলার প্রকাশের পর থেকেই ‘ক্যাসান্দ্রা নোভা’ চরিত্রটি আলোচনার কেন্দ্রে।
শন লেভির ডেডপুল থ্রিকুয়েলের মাধ্যমে প্রথমবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখা মিলবে ক্যাসান্দ্রা চরিত্রটির। এটি হতে চলেছে এক্স-মেন সিরিজের সবচেয়ে শক্তিশালী খলচরিত্রগুলোর একটি।
অ্যাপোক্যালিপস, মিস্টার সিনিস্টারের চেয়েও ভয়ঙ্কর প্রফেসর চার্লিস জেভিয়ারের জমজ বোন ক্যাসান্দ্রা। চার্লিস জেভিয়ারের সকল সুপার পাওয়ার ক্যাসান্দ্রারও আছে। জেভিয়ারের মতো সাইকিক ক্ষমতা থাকার পাশাপাশি টেলিকিনেটিক ক্ষমতাও আছে তার।

ক্যাসান্ড্রা হল পরজীবী জীবন রূপ যা তার মায়ের গর্ভে চার্লস জেভিয়ারের পাশাপাশি বিদ্যমান ছিল। ক্যাসান্দ্রা জেভিয়ারকে গর্ভের মধ্যে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু জেভিয়ার সাইকিক বিস্ফোরণের মাধ্যমে নিজেকে রক্ষা করেছিলেন। এতে তাদের মায়ের গর্ভপাত হয়ে যায় এবং ক্যাসান্দ্রার দেহ মৃত অবস্থায় জন্মায়। তবে ক্যাসান্দ্রা নিজেকে রিবিল্ট করেন এবং চার্লস জেভিয়ার এবং তার এক্স-মেনকে ধ্বংস করার শপথ নেন।
ক্যাসান্ড্রা চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী এমা করিন অভিনয় করেছেন। টাক মাথার লুকে দেখা গেছে তাকে। এমা নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন সিজন থ্রি’-তে প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তাকে দেখা গেছে ২০২২ সালের সিনেমা ‘মাই পুলিশম্যান অ্যান্ড লেডি চ্যাটারলি’স লাভার’-এ।
উলভারিন চরিত্রে বরাবরের মতো থাকছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে আসছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









