আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও সমমান ৮ দলের সাথে জোট হিসেবে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
রোববার ২৮ ডিসেম্বর রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ২৯ ডিসেম্বর প্রার্থী তালিকা ঘোষণা দেয় এনসিপি। আজ সমঝোতায় প্রার্থীরা নমিনেশন ফরম জমা দিবেন।
এনসিপি থেকে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো-
নাহিদ – ঢাকা ১১, জাভেদ রাসিন ঢাকা-৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা-৮, সার্জিস আলম পঞ্চগড়-১, আব্দুল আহাদ দিনাজপুর -৫, আখতার হোসেন রংপুর-৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ -৬, আশরাফউদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়া-২, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ -৪, সুজাউদ্দৌলা বান্দরবান, হাসনাত আবদুল্লাহ কুমিল্লাহ -৪, হান্নান মাসুদ নোয়াখালী-৬, ডা. জাহেদুল নেত্রকোনা-১১, আরিফ আদিব বরিশাল, ডা. মাহমুদা মিতু ঝালকাটি-১, মাহবুব আলম লক্ষ্মীপুর-১, সুলতান জাকারিয়া নোয়াখালী, সরোয়ার তুষার নরসিংদী-২, আলি নাসের খান গাজীপুর, মো. লিখন মিয়া শেরপুর-১, প্রীতম দাশ মৌলভীবাজার-৪, জোবায়রুল আরিফ চচট্রগ্রাম-১৩, জার্জিস কাদের নাটর-৩, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-৩,
সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল-৩, মোল্লা রহমতুল্লাহ বাগেরহাট-২।









