প্যারিস অলিম্পিকে ট্র্যাক এন্ড ফিল্ডের ৮০০ মিটারে দৌড়াবেন না গ্রেট ব্রিটেনের জ্যাক উইটম্যান। হ্যামস্ট্রিং চোটের কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ব্রিটেনের অলিম্পিক ওয়েবসাইট এটি জানানো হয়েছে।
৩০ বর্ষী জ্যাকের পরিবর্তে ৮০০ মিটারে ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্টে ডাকা হয়েছে এলিয়ট জাইলসকে। জ্যাক ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এ ইভেন্ট শুরু হবে ৭ আগস্ট।
ব্রিটেন ওয়েবসাইটে জানিয়েছে, ‘হ্যামস্ট্রিং চোটের কারণে জ্যাক উইটম্যান প্যারিস ২০২৪ থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এলিয়ট জাইলসকে তার পরিবর্তে ডাকা হয়েছে এবং ছেলেদের ৮০০ মিটারে তিনি অংশগ্রহণ করবেন।’









