কবরসস্থানের উপর প্রতিনিয়ত উঠানামা করছে বিমান। হ্যা, ঠিক শুনছেন, কবরস্থানে রয়েছে বিমান বন্দর। যেখানে আমাদের শেষ ঠিকানা, সেখানেই যাত্রা শুরু এবং শেষ হচ্ছে একদল বিমানের যাত্রীদের। ঘটনাটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের সাভান্না মিউনিসিপ্যাল বিমানবন্দরের। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জজির্য়ার কাছে অবস্থিত এ বিমানবন্দরটির এলাকা বড়ানোর জন্য আশেপাশে জমি কেনা শুরু করেন বিমানবন্দরের কর্তৃপক্ষ।






