জীবনের বিভিন্ন সময়ে নানা পুরুষ এসেছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনে। কখনও বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক শিরোনাম হয়েছে, আবার কখনওবা রণদীপ হুদার সঙ্গে জনসমক্ষেই হাত ধরে ঘুরেছেন সুস্মিতা। এরপরও বিভিন্ন সময়ে অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে এই অভিনেত্রী। তবে সম্পর্কের ঠিক তিন বছরের মাথায় কেন সুস্মিতা-রণদীপের প্রেমের বিচ্ছেদ হয় তা এখনো অজানাই সবার কাছে!
কিন্তু তারই মাঝে সম্প্রতি সেই বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রণদীপ হুদা। তার কথায়, ‘‘আমি কোন মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কে ছিলাম না। কখনো সম্পর্কে জয়ের অনুভূতি পাইনি। সুস্মিতার কথায় এক বার আমি একটি থিয়েটার রিহার্সাল মিস করেছিলাম। কারণ, সুস্মিতা চায়নি আমি যাই। নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছিলাম।’
তিনি আরো জানান, তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন খ্যাতির স্বাদ পাই। যদিও সেই সময় আমি তারকা ছিলাম না। আমার জীবনের অনেকটা সময় দিয়েছিলাম। তবে ওই সম্পর্কে বিচ্ছেদেই জীবনে কিছু করার ইচ্ছাশক্তি যুগিয়েছিল। তাই ওই বিচ্ছেদটাই ছিল আমার জীবনের সেরা ঘটনা।
এ তো গেল রণদীপের কথা। কিন্তু সুস্মিতা কখনো নিজের জীবনের কোন অধ্যায় নিয়ে মুখ খোলেননি। তাই তার দিকের যুক্তি কী? কেন বিচ্ছেদ হয়েছিল তাদের? তা জানা যায়নি আজও। তবে সিনেমাতে কাজের দিক থেকে পিছিয়ে নেই দুজনের কেউই।
সূত্র: ফার্স্টপোস্ট







