বেশ কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন, বিচ্ছেদ হতে চলেছে ভারতীয় সিনেমার বহুল চর্চিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের। এও শোনা যাচ্ছে, এই মুহূর্তে মায়ের কাছেই নাকি থাকছেন বিশ্বসুন্দরী, সঙ্গে রয়েছেন তার মেয়ে আরাধ্যও।
এ সব নিয়েই যখন আলোচনা তুঙ্গে তখন নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে। তারই মধ্যে এক ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে অভিষেক বচ্চনকে স্বীকার করে নিতে দেখা যায়, এই জুলাই মাসে নাকি তার বিচ্ছেদ হয়েছে।
তাকে বলতে শোনা যাচ্ছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঐশ্বরিয়ার ডিভোর্স হয়েছে।’ এ নিয়ে যখন চারিদিক সরগরম তখনই প্রকাশ পেল সত্য! পরবর্তীতে জানা যায়, যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আদতে ডিপ ফেক!
এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিষেকের ওই ভিডিও তৈরি করা হয়েছে। হুবহু তার গলা বসিয়ে, তার ছবি ব্যবহার করে এমনভাবে ওই ভিডিও তৈরি করা হয়েছে যে এক ঝলক দেখলে যে কেউ সত্যিই বিশ্বাস করবেন যে অভিষেকই তা বলছে!
বর্তমানে সত্যি জুটির মধ্যে কী সম্পর্ক, তাদের মধ্যে দূরত্ব বেড়েছে কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। তবে একটা সময় বিচ্ছেদ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা চেষ্টাও করি না, এই ধরনের চিন্তাকে প্রশয়ও দিই না।’
আবার সম্প্রতি এক ভিডিও ভাইরাল, যেখানে জুনিয়র বচ্চন, স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘আমার স্ত্রী সকলের থেকে আলাদা। ও আমার জন্য ভীষণ বড় সাপোর্ট। আমি ভীষণ লাকি, আমার গোটা পরিবারের এটা সৌভাগ্য। ঐশ্বরিয়ার মতো একজন জীবনসঙ্গী পাওয়ার উপকারিতা হল, সেও এই একই ইন্ডাস্ট্রির অংশ। আমার থেকে বেশি সময় ধরে এই কাজ ঐশ্বরিয়া করছেন। এই সবটার মধ্যে দিয়েও ও গিয়েছে। যদি খুব একটা চ্যালেঞ্জিং দিন কাটিয়ে আপনি বাড়ি ফেরেন, তবে যদি আপনার পাশে এমন একজন থাকেন, যিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি বুঝবেন। সেই মুহূর্তে হয়তো মনে হচ্ছে একা থাকতে চাই, নিজের মতো করে সময় কাটাতে চাই, সে সেটা বুঝবে। অভিনেত্রী হিসেবে নয়, আসলে এই পরিস্থিতিগুলো দিয়ে তো ও গিয়েছে, ওর বিষয়টা, যে এখন ওকে একা দিতে হবে। পার্টনার হিসেবে আমরা একে অন্যের পাশে থাকি এভাবেই।”









