Advertisements
বিএনপি’র সঙ্গে বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ বলেছেন, কমিশনের লক্ষ্য আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরী করা, যাতে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিএনপি জানিয়েছে, এখন সুপারিশগুলোর দফা-ওয়ারি আলোচনা হচ্ছে। ঐকমত্যের ভিত্তিতে যা যৌক্তিক তাই করা হবে, প্রয়োজনে আরও আলোচনা হবে বলেও জানান বিএনপি নেতারা।








