ডেঙ্গু প্রতিরোধে জাপানি ভ্যাকসিন কেমিকেল ট্রায়ালে অনেক দূর উন্নীত হয়ে আসছে। আরও দুটি ধাপের ট্রায়াল বাকি আছে, সেটা যদি সম্পন্ন করা যায় এবং সফলতার পরিমাণটা বেশি থাকে তাহলে আমরা বাণিজ্যিকভাবে আমরা ব্যবহার করতে পারব। ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন আছে: ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪। সবকটি ধরনকে যেন ভ্যাকসিনটি প্রতিরোধ করতে পারে ট্রায়ালে এমন চেষ্টায় করা হচ্ছে। বর্তমানে গবেষণার জন্য ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে এখনো বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে না।








