যুক্তরাষ্ট্রের আলোচনার অংশ হিসেবে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচন যখন সন্নিকটে তখন যুক্তরাষ্টের এই চিঠি কীসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে জনমনে।
তফসিল ঘোষণার ঠিক আগে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে যুক্তরাষ্টের পাঠানো চিঠি নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিরসনে দেশটির শেষ চেষ্টা বলে মনে করছেন রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তারা বলছেন, প্রয়োজনে শর্তমুক্ত সংলাপে বসেও সমাধান আসতে পরে বলে মনে করে যুক্তরাষ্ট্র। সমঝোতার মধ্যস্থতাকারীদের পক্ষপাতহীনতা ও রাজনৈতিভাবে দলগুলোর উদারতা নির্বাচনী অচলাবস্থার স্থায়ী সমাধান দিতে পারে।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী এ ধরণের চিঠিকে দলগুলোর মধ্যে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের শেষ সিগন্যাল বলেই মনে করছেন। একই সাথে অবাধ, সুষঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কাও করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তৌহিদুল ইসলাম বলেন, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের নিজ নিরপেক্ষতা বজায় রাখার প্রয়োজন আছে।
বিশ্লেষকরা আরও জানান, দেশের চলমান রাজনৈতিক জটিলতা সমাধানে সুশীল সমাজের অনুপস্থিতি বিদেশি গোষ্ঠীদের দূতিয়ালি সুযোগ করে দিয়েছে বলে পর্যবেক্ষণ তাদের।








