ওসমান হাদির উপর গুলির ঘটনায় মতো ঘটনা প্রতিরোধে ফ্যাসীবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি-এনসিপির নেতারা। শনিবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সেবিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক্য থাকে তবে জাতীয়ভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপর হামলা মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসীবাদ অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে গনপ্রতিরোধ বজায় রাখা না গেলে এধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।
নাহিদ আরও বলেন, ভারত সরকারের প্রতক্ষ্য-পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করতে পারে না। তাই ভারতীয় দূতাবাসকে এবিষয়ে কড়া বার্তা দেবার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছি।
আজ (১৩ ডিসেম্বর) শনিবার সকাল সোয়া ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সৃষ্ট প্রেক্ষাপট নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে।
বৈঠকে তিনটি রাজনৈতিক দল থেকে দুজন করে মোট ছয়জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।









