একজন শাসক পালিয়ে গেলে তিনি পদত্যাগ করলেন কি করলেন না, তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় দলের নেতারা বলেছেন, রাষ্ট্রপতি নিজেই যখন পদত্যাগের বিষয় নিশ্চিত করেছেন, তখন আর কোন কথা থাকে না।
রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, বিএনপির ৩১ দফাতেই সব আছে আর এতে অন্য রাজনৈতিক দলের অংশগ্রহণও আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি যখন জাতির সামনে তিন বাহিনী প্রধানকে সাথে নিয়ে বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কেনো এখন কথা বদলে গেল, এ বিষয়ে খোঁজ নেয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব জনগণের স্বস্তি নিশ্চিত করা। প্রশাসন পুলিশ তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে কাজ করতে পারছে না। জনগণ সরকারের পক্ষে থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।
নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন বিএনপি নেতারা।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।









