যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এক সমাবেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে গুলি ট্রাম্পের কানে লাগলে রক্তক্ষরণ হয় তার। এই ঘটনার পর ট্রাম্পের সাথে কথা বলেছেন বাইডেন।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত ট্রাম্পের সাথে কথা বলেছেন জো বাইডেন। শুধু তাই নয়, এই ঘটনার পর পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন।
পেনসিলভানিয়ার বাটলার কাউন্টিতে ট্রাম্পের সমাবেশে আহত দুইজন অ্যালেগেনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়ে জো বাইডেন বলেন, সমস্ত আমেরিকানদের এই ধরনের অসুস্থ সহিংসতার নিন্দা জানানো উচিত।
হামলার এক ঘণ্টার মধ্যে জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেন, আমেরিকাতে এমন সহিংসতার কোনো স্থান নেই। এর নিন্দা জানাতে আমাদের অবশ্যই এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে একত্রিত হয়ে এই ঘটনার নিন্দা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা এটি ঘটতে দিতে পারি না। আমরা এমন হতে পারি না। আমরা এটিকে ক্ষমা করতে পারি না। আমি ট্রাম্প এবং তার পরিবার এবং সমাবেশে থাকা সকলের জন্য প্রার্থনা করছি।









