মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের থেকে ৪৬৫ রানে পিছিয়ে শেষ করেছে ওয়েস্ট উইন্ডিজ। হাতে প্রথম ইনিংসের ১০ উইকেট অক্ষত তাদের। দ্বিতীয় দিনে ডেভন কনওয়ের ২২৭ রানে ভর করে ছয়শর কাছে প্রথম ইনিংস টেনে ছেড়ে দিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। শেষ বিকেলে দারুণ শুরু করেছে উইন্ডিজের ওপেনিং জুটিও।
বে ওভাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ল্যাথাম। প্রথমদিনে অধিনায়কের ২৪৬ বলে ১৩৭ রানের ইনিংসের সাথে কনওয়ে জুটি গড়েন। ল্যাথাম আউট হলে জ্যাকব ডাফিকে সঙ্গী করে ১ উইকেটে ৩৩৪ রানে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ১৫৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা দেয় কিউইরা। প্রথম ইনিংসে নেমে ২৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১০ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে জন ক্যাম্পবেলকে সাথে নিয়ে শুরু করবে ব্রেন্ডন কিং।
দ্বিতীয় দিনে ৩১ চারে ৩৬৭ বলে ২২৭ রান করে থামেন কনওয়ে। ডাফি করেন ১৭ রান। কেন উইলিয়ামসন করেন ৩১ রান। রাচীন রবীন্দ্র ৭২ রানে এবং আজাজ পাটেল ৩০ রানে অপরাজিত ছিলেন।
উইন্ডিজ বোলারদের হয়ে জাডেন সিলেস, জাস্টিন গ্রিভস এবং অ্যান্ডারসন ফিলিপ ২টি করে উইকেট নেন। কেমার রোচ এবং রোস্টন চেজ একটি করে উইকেট নেন।
ব্যাটিংয়ে নেমে ওপেনার ক্যাম্পবেল ৪৫ রানে এবং কিং অপরাজিত আছেন ৫৫ রানে। তাদের জুটি ১৩৮ বলে ১১০ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছে।









