পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছিল উগান্ডা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দারুণ করছে তারা। বোলারদের প্রচেষ্টায় ক্যারিবিয়ানদের বেশ ভুগিয়েছে। শেষদিকে আন্দ্রে রাসেল ঝড়ে অবশ্য চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছে উইন্ডিজ। উগান্ডার সামনে লক্ষ্য দিয়েছে ১৭৪ রানের।
প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার ভোরে টসে জিতে আগে ব্যাট করতে নামে রোভম্যান পাওয়েলের উইন্ডিজ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিক দেশটি।
ব্যাটে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হারিয়ে ৫১ আসে পাওয়ার প্লে থেকে। ৪১ রানের ওপেনিং জুটি ভেঙে আউট হন ব্র্যান্ডন কিং। ৮ বলে ১৩ রান আসে তার ব্যাটে। কিছুটা চাপে পড়লে নিকোলাস পুরান ও জনসন চার্লসের চেষ্টায় সেটি সামাল দেয় ক্যারিবীয় দল।
উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবার বলে পুরান আউট হন ১৭ বলে ২২ রানে। রানের চাকা সচল রাখেন জনসন। ১০৫ রানের সময় ৪২ বলে ৪৪ করা জনসনকে ফেরান দিনেশ নাকরানি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল করে যান ১৮ বলে ২৩ রান।
শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৬ বলে ২২ রানের সঙ্গে আন্দ্রে রাসেলের অপরাজিত ১৭ বলে ৩০ রানে ভর করে ১৭৩-এ পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।









