Site icon চ্যানেল আই অনলাইন

রোহিতকে টপকে টি-টুয়েন্টির সর্বোচ্চ রান এখন গাপটিলের

এবছর সাদা বলে উড়ন্ত সময় পার করছে নিউজিল্যান্ড। ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ১৫ ম্যাচ খেলে সবগুলোই জিতে বসেছিল কিউইরা। ১৬তম ম্যাচে এসে সেই জয়রথ থামাল ওয়েস্ট ইন্ডিজ। যেটি ছোট ফরম্যাটের সিরিজে শেষ ম্যাচে কিউইদের হারিয়ে সান্ত্বনার জয়ও স্বাগতিকদের।

কিংস্টনে স্যাবাইনা পার্কে রোববার রাতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে সফরকারী কিউই দল।

প্রথম দুম্যাচের মতো এদিনও টস জিতে শুরুতে ব্যাটিং নেয় সফরকারী দল। ম্যাচের তৃতীয় ওভারে আকিল হোসেনের বলে বোল্ড হন মার্টিন গাপটিল। ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন, সেটিতেই গড়েছেন রেকর্ড।

ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন গাপটিল। ছোট সংস্করণে ১২১ ম্যাচ খেলা কিউই ওপেনারের রান ৩,৪৯৭। ১১ ম্যাচ বেশি খেলে দুইয়ে নামা রোহিত পিছিয়ে আছেন ১০ রানে।

গাপটিলের পর মিচেল স্যান্টনারকেও ফেরান আকিল। কনওয়ে ফেরেন উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে। চতুর্থ উইকেটে গ্লেন ফিলিপস ও কেন উইলিয়ামসন ৪৭ রানের জুটি গড়েন। শেষে লড়তে পারেননি কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কিউইদের ইনিংস থামে ১৪৫ রানে।

১৪৬ রানের জবাবে নেমে দুর্দান্ত শুরু পায় ক্যারিবীয় দল। ব্রেন্ডন কিং ও ব্রুকস উদ্বোধনীতে গড়েন ১০২ রানের জুটি। ৩৫ বলে ৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে কিং আউট হন সাউদির বলে।

৫ রানে ডেভন থমাস আউট হন সোধির বলে ক্যাচ দিয়ে। সহজ লক্ষ্য তাড়া করতে এরপর আর কোনো ভুল করেনি রোভম্যান পাওয়েলের দল। ব্রুকসকে সাথে নিয়ে নির্বিঘ্নে জয়ের বন্দরে যান অধিনায়ক নিজেই।

Exit mobile version