টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। ৭ রানের জয়ে শুরু করেছে। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা ড্যারিল মিচেল।
ক্রাইস্টচার্চে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট উইন্ডিজ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৯ করে কিউই দল। লক্ষ্যে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৬২ রান পর্যন্ত যেতে পারে উইন্ডিজ।
ওপেনার ডেভন কনওয়ে করেন ৫৮ বলে ৪৯ রান। ড্যারিল মিচেল ১২ চার ও ২ ছক্কায় ১১৮ বলে করেন ১১৯ রান। মিচেল ব্রেসওয়েল করেন ৫২ বলে ৩৫ রান। জ্যাক ফোকস ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
ক্যারিবীয় বোলাদের মধ্যে জাডেন সিলেস নেন ৩ উইকেট। ম্যাথিউ ফোর্ড নেন ২ উইকেট। জাস্টিন গ্রেভস এবং রোস্টন চেজ নেন একটি করে উইকেট।
জবাবে শুরুতেই জন ক্যাম্পবেলকে হারায় উইন্ডিজ, ৪ রান করেন তিনি। আলিক আথানাজে করেন ৫৮ বলে ২৯ রান। কেসি কার্টি করেন ৬৭ বলে ৩২ রান। শেরফান রাদারফোর্ড করেন ৬১ বলে ৫৫ রান।
জাস্টিন গ্রেভস এবং রোমারিও শেফার্ড ২৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কাছাকাছি এসেছিলেন, তবে জেতাতে পারেননি। গ্রেভস ২৪ বলে ৩২ রানে এবং শেফার্ড ১৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
কিউইদের মধ্যে কাইল জেমিসন নেন ৩ উইকেট। ম্যাট হেনরি, জ্যাক ফোকস এবং মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।









