ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে আগেই দুই ম্যাচ হেরে বসে সাউথ আফ্রিকা। এবার তৃতীয় ও শেষ ম্যাচ হেরে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে প্রোটিয়া বাহিনী। হারের পর ক্যারিবীয় অঞ্চলের কন্ডিশনকে দায়ী করলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় ঘণ্টখানেক দেরিতে। পরে পঞ্চম ওভারে আরেক দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে আরও ৭০ মিনিট। ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। সাউথ আফ্রিকা করতে পারে ১০৮ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধদিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১১৬। লক্ষ্যে নেমে ৯.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষ ২৯ বর্ষী মার্করাম বলেছেন, ‘দিনটি আমাদের জন্য বেশ কঠিন ছিল। সম্ভবত কন্ডিশনের কারণে বিষয়গুলো আমাদের জন্য আরও বেশি কঠিন হয়ে উঠেছে। তবে দল হিসেবে আমাদের আরও উন্নতির জায়গা রয়েছে। এখন মনে হচ্ছে তাতে কিছুটা সময় লাগবে। এই সিরিজ থেকে অনেক কিছু শেখার আছে। পরাজয় কেউই মেনে নিতে চায় না, আমি নিশ্চিত এখন এসব নিয়ে নানামুখী আলোচনা হবে।’
দুদলের সবশেষ ১০ টি-টুয়েন্টির মধ্যে আটটিতেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাউথ আফ্রিকার দুই জয়ের একটি ছিল গত বিশ্বকাপে, রোমাঞ্চকর যে ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ক্যারিবীয় দল।









