ভারত সফরের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্ট ক্যারিবিয়ানরা হেরেছে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই জয় পায় শুভমন গিলের দল। ম্যাচ শেষে গিল বলেছেন, ‘টানা ছয় ম্যাচে টসে হেরেছি। যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিততে থাকবো এটা আমাদের কাছে ব্যাপার না।’
ম্যাচের দুই ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটাররা মোহাম্মদ সিরাজের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি। নিজেদের প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ভারত। রবীন্দ্র জাদেজা-সিরাজদের বোলিং তোপে পরে তৃতীয় দিনেই জয় পায় গিল বাহিনী।
স্পিনারদের প্রশংসায় গিল বলেছেন, ‘আমাদের দারুণ স্পিনার আছে, যাদের রোটেট করিয়ে বল করাতে পারি। হাতে বেশি অপশন থাকা না থাকার চেয়ে ভালো। ভারত দলে এজন্যই চ্যালেঞ্জ, সবসময়ই বিকল্প হিসেবে কেউ থাকে।’
টেস্ট অধিনায়ক হিসেবে গিল সবসময় ভালো শুরু চান। সবশেষ ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের বিপক্ষে তার দল পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে। এরপরে ভারতের মাটিতে প্রথম সিরিজ খেলছে ভারত।
গিল বলেছেন, ‘যদিও এক ও দুই ইনিংস বিবেচনা করে শিক্ষা নেয়া যায় না। কিন্তু মনে করি দুই বছরের বেশি সময় ধরে আমরা এমন একটা দল হয়ে উঠেছি যারা যেকোনো কঠিন অবস্থা থেকে বের হতে পারব।’
আহমেদাবেদে প্রথম ইনিংসে ভারতের বোলারদের মধ্যে সিরাজ নেন ৪ উইকেট, জাসপ্রীত বুমরাহ ৩ উইকেট। কুলদীপ যাদব ২ উইকেট এবং ওয়াশিংটন সুন্দর নেন ১ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন জাদেজা, ৩টি উইকেট নেন সিরাজ, ২টি উইকেট পান যাদব এবং একটি উইকেট নেন সুন্দর।









