ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফিরেছেন শিমরন হেটমায়ার এবং ওশানে থমাস। বাদ পড়েছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। চোটের কারণে ছিটকে গেছেন কিমো পল।
সার্জারির পর পুনর্বাসন শেষে জায়গা পেয়েছেন ইয়ান্নিক ক্যারিয়াহ ও জেইডেন সেলেস। পিঠের চোট থেকে সেরে ওঠায় দলে আছেন বাঁহাতি স্পিনার গুধাকেশ মোটি।
বার্বাডোজের কিংসমিড ওভালে আগামী ২৭ ও ২৯ জুলাই হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে গড়াবে ১ আগস্ট।
ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ান্নিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুধাকেশ মোটি, জেইডেন সেলেস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশানে থমাস।








