প্যারিস অলিম্পিকে স্বর্ণপদকের লড়াইয়ে মেতেছে চীন ও যুক্তরাষ্ট্র। স্বর্ণপদক জয়ে দুদলের ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। গতকাল পর্যন্ত সোনার তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এবার তাদের ছাড়িয়ে গেছে চীন। ছেলেদের ভারোত্তোলনে সোনা জিতে পদক তালিকার শীর্ষে উঠেছে দলটি।
ছেলেদের ১০২ কেজি ইভেন্টে চীনকে স্বর্ণ এনে দিয়েছেন লিইউ হুয়ানহুয়া। রৌপ্য জিতেছেন উজবেকিস্তানের আকবর দ্যুরায়েভ। ব্রোঞ্জ জিতেছেন দেশের পরিচয় ছাড়া অংশগ্রহণ করা অ্যাথলেট ইয়াউহেনি সিখান্তসউ।
প্যারিসে এখন পর্যন্ত চীনের সোনার সংখ্যা ৩৪টি। ৩৩টি স্বর্ণ নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। তিনে অস্ট্রেলিয়া, তাদের স্বর্ণ ১৮টি। স্বর্ণপদকে এগিয়ে থাকলেও সবচেয়ে বেশি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে তাদের পদক ১১৩টি। চীনের পদক সংখ্যা ৮৪টি।









