ঈদে মুক্তি পাওয়া ৫টি ছবির মধ্যে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, দেশের সব মাল্টিপ্লেক্সেও সাড়া ফেলেছে শাকিব খান অভিনীত এ ছবি!
বুধবার (৫ জুলাই) মুক্তির ৭ দিন পার করলো ‘প্রিয়তমা’। ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ছবিটি এক সপ্তাহে কতো আয় করলো? এমন প্রশ্ন ভক্ত অনুরাগীদের! যদিও স্বচ্ছ হিসেব দেয়া মুশকিল, তবু সব হল রিপোর্টগুলোর ভিত্তিতে ৭ দিনের হিসেব প্রকাশ করেছে প্রিয়তমা ছবির নির্মাতা হিমেল আশরাফ।
তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১০৭টি প্রেক্ষাগৃহে প্রিয়তমার শো ছিলো ৩১৫০টির বেশী। এই ৭ দিনে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকার! আর তাই ছবিটিকে ‘সুপারহিট’ বলছেন হিমেল।
পরিচালক হিমেল আশরাফ জানান, আগামী ১ মাস এভাবে সারাদেশে চললে ‘প্রিয়তমা’ সুপারহিট থেকে ব্লকবাস্টার সিনেমায় পরিণত হবে।
পরিচালক বলেন, প্রিয়তমার ক্ষেত্রে বেশীরভাগ সিনেমা হল থেকে ঈদের আগেই আমরা একটা এককালিন বড় টাকা নিয়ে নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সকল হলের রেকর্ড পরিমাণ ছিল। আর বাকী বড় যতগুলো হলের সাথে আমরা রেভিনিউ শেয়ারে গিয়েছি তার মধ্যে ৯০ ভাগ সিনেমা হলের সাথে আমাদের চুক্তি কাউন্টার সেলের ৫০/৫০। মানে কাউন্টারে যে টাকায় টিকেট বিক্রি হচ্ছে তার অর্ধেক আমাদের আর অর্ধেক হল মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের ৫০ ভাগের একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এইটা অন্য হিসাব হয়।
এসময় তিনি জানান, গত ৭ দিনে সারা বাংলাদেশে প্রিয়তমার প্রায় ৩১৫০ এর বেশী শো ৯০% হাউসফুল ছিল। সেই হিসেবে আমরা প্রিয়তমা কে সুপারহিট বলছি। ভাবে মনে হচ্ছে আগামী সপ্তাহে এটা ব্লকবাস্টারের দিকে এগিয়ে যাবে।
মুক্তির ৭ দিনের খতিয়ান উল্লেখ করে হিমেল বলেন, আজকেও ৮০ ভাগ শো হাউজফুল। আমরা আশা করছি এটা ১ মাস চলবে। তাতে প্রিয়তমাকে আপনারা অলটাইম সুপার ব্লকবাস্টারের তালিকায় নিয়ে যাবেন!
এদিকে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। শুক্রবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে দর্শকরা উপভোগ করবেন পারবেন ছবিটি।







