এনআইডি সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে বুধবারের অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আজ (১৮ মার্চ) মঙ্গলবার ইসি’র পক্ষ থেকে আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ এসোসিয়েশন।
তবে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে জানান কল্যাণ এসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন। জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল করতে হবে বলেও জানান তিনি।
এর আগে ১৮ মার্চের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম ইসি’র অধীনে পুনর্বহালের দাবি জানায় কর্মকর্তারা। দাবি আদায় না হলে, ১৯ মার্চ ‘অপারেশনাল হল্ট’ এর ডাক দেয় তারা।









