দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার হাত এক হয় বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দার।
ঘোষণা না দিলেও যদিও তাদের বিয়ের খবরটি আগেই জানা ছিল সবার। তবে শেষমেশ বিয়ের খবর জানানোর পাশাপাশি নিজেদের বিয়ের ছবিও প্রকাশ্যে আনলেন এই জুটি।

শনিবার (১৬ মার্চ) ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের বেশ কয়টি ছবি প্রকাশ্যে এনে পুলকিত-কৃতি সেটির ক্যাপশনে জুড়ে দেন একটি কবিতা। সেখানে লেখা ছিল,’গভীর নীল আকাশ থেকে, সকালের শিশিরবিন্দু, মাটিতে ছোঁয়া হোক বা আকাশে উড়ান, শুধুই তুমি। শুরু থেকে শেষ পর্যন্ত, এখন এবং আগের সব মুহূর্ত, হৃদয়ের ছন্দের ঝঙ্কার মানে, অবশ্যই তুমি। রোজ, প্রতিদিন, প্রতি মুহূর্ত, তুমিই’।

সাম্প্রতিক তারকাদের বিয়েতে লাল, নীলের পরিবর্তে যেমন প্যাস্টেল রঙের আধিক্য দেখা যাচ্ছে, সেই ধারা বজায় রেখেছেন কৃতি এবং পুলকিতও। হালকা গোলাপির উপর সাদা এবং লালের ছোঁয়া ছিল কৃতির লেহেঙ্গায়। অপরদিকে পুলকিত পরেছিলেন পেস্তা-সবুজ রঙের শেরওয়ানি।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দার মেহেন্দি এবং সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদি সেই ছবি এখনো প্রকাশ্যে আসেনি।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। শ্বেতা-পুলকিতের বিচ্ছেদের পরেই শুরু হয় পুলকিত-কৃতির প্রেমের গল্প।

২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছে এ যুগল। ২০১৯ সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন এ জুটি। অবশেষে তাদের প্রেম পরিণয়ে রূপ নিলো।







