বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে চতুর্থ টেস্টে ১৯ বর্ষী স্যাম কনস্টাসকে অভিষেক করিয়ে চমক দিয়েছিল অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ টেস্টে আরেকজনের অভিষেক করাতে চলেছে অজিরা। পেস-অলরাউন্ডার মিচেল মার্শের পরিবর্তে পেস ও স্পিন করতে পারা ৩১ বর্ষী অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে দলে ডাকা হয়েছে।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি ডানহাতি মার্শ। প্রথম চার টেস্টে তার রান ৭৩। শেষ পাঁচ ইনিংসে সংখ্যাটা আরও কম, মাত্র ২০ রান। তাকে বাদ দিয়ে ডানহাতি ওয়েবস্টারকে দিয়ে প্রয়োজন অনুযায়ী পেস বা স্পিন করিয়ে নিতে পারবে দলটি। মিচেল স্টার্ককে নিয়ে শঙ্কা থাকলেও বাকি সবাই অপরিবর্তিত থাকছেন।
ডানহাতি ওয়েবস্টার প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন। ৯৩ ম্যাচে ৩৭ গড়ে ৫,২৯৭ রান করেছেন, ১২টি সেঞ্চুরি আছে। সর্বোচ্চ ১৮৭। লিস্ট এ’তে ৫৪ ম্যাচে ৩১ গড়ে ১,৩১৭ রানের পাশাপাশি একটি সেঞ্চুরি রয়েছে। টি-টুয়েন্টিতে ৯৩ ম্যাচ খেললেও কোনো সেঞ্চুরি নেই, রান ১৭,০০।
ব্যাটের পাশাপাশি বলেও বেশ ভালো ওয়েবস্টার। প্রথম শ্রেণি, লিস্ট-এ এবং টি-টুয়েন্টি মিলিয়ে ২৪০ ম্যাচে উইকেট সংখ্যা ২১৬। প্রথম শ্রেণিতে ইকোনমি সাড়ে ৩ হলেও টি-টুয়েন্টিতে প্রায় সাড়ে ৭।
নিজেদের পরিকল্পনা নিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘প্রতিটি টেস্টে আমরা জেতার জন্য খেলি এবং এ টেস্টও তার ব্যতিক্রম নয়। বিগত তিন টেস্ট নিয়ে সত্যিই আমরা খুশি। সতীর্থরা যেভাবে খেলেছে তাতে আমরা এগিয়ে আছি এবং এ সপ্তাহেও সেটাই ধরে রাখতে চাই।’
সিরিজে সমতা ফেরানোর ম্যাচে ভারত একাদশে বাদ পড়েছেন ডানহাতি পেসার আকশ দীপ। ঢুকতে পারেন প্রসিধ কৃষ্ণা অথবা হার্সিত রানা।









