Advertisements
চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম ‘‘অমীমাংসিত’’। মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলন হয়। মুক্তির জন্য বার বার সেন্সরে আটকে যাওয়া অমীমাংসিত এরই মাঝে দর্শকমনে সাড়া ফেলেছে।








