মিজানুর রহমান মিজু, লালমনিরহাট প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন: আমাদের সবারই লক্ষ্য সীমান্ত হত্যা বন্ধ করা কিন্তু তারপরেও হচ্ছেনা। এটা নিয়ে বিজিবি এবং বিএসএফ প্রতিনিয়ত বসে থাকে।
তিনি আরও বলেন: আমাদের সাথে তাদের কথা ছিলো তারা সীমান্ত হত্যা করবে না কিন্তু তারপরেও তারা তা করছেন। আমি মনে করি, আমরা এক পর্যায়ে এটা বন্ধ করতে সক্ষম হব।
আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার দোয়ানী ব্যারেজ এলাকায় রংপুর র্যাব- ১৩ এর আয়োজনে প্রায় ২ হাজার ২০০ শত দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাদক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমরা দেশে মাদক তৈরি করি না। সর্বনাশা মাদক যেটাকে বলি ইয়াবা আইস এবং এলএসডি সব আসে মিয়ানমার থেকে। এ বিষয়গুলো নিয়ে মিয়ানমারের সাথে কথা হচ্ছে, তারা এগুলো বন্ধ করার চেষ্টা করছে। মাদক বন্ধ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী জিরোটলারেন্স ঘোষণা করেছে, আমরা সেই লক্ষে কাজ করছি। বিজিবিকেও আরও শক্তিশালী করা হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি, র্যাবের মহা পরিচালক অতিরিক্ত আইজিপি এম খোরশিদ হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।







