জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাই যথাসময়েই নির্বাচন হোক। এতে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে, বাস্তবায়ন হবে।
রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেটাই মূল বিষয়। কিন্তু বিএনপি ও জামায়াত গণভোটের তারিখকেই মূল করে দিয়েছে। এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। আমরা এ দুটোর কোনটাই চাই না। আমরা চাই যথাসময়েই নির্বাচন হোক। এতে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে, বাস্তবায়ন হবে।
তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনেও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে। তবে এটিই মূল বিষয় নয়। এটি আগে করলেও ভালো, কিন্তু সমস্যা থাকলে নির্বাচনের দিনও করা যেতে পারে।









