Advertisements
বন্ধ দরোজা দেখে আক্ষেপ নয় বরং এই দরোজা ছাত্রদেরই খুলতে হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পাশাপাশি অন্যের চলার পথও তৈরি করে দিতে হবে। স্কাউটের কাব কার্নিভাল উদ্বোধন করে তিনি বলেন, এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা।








