রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টে তিনি বলেছেন, আমরা সময় হারিয়েছি। আমরা রাজনৈতিক ভুল করেছি আর মানুষ এর মূল্য দিয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ভাই হাদি, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আমরা তোমাকে ব্যর্থ করেছি। তুমি জুলাই মাসে মর্যাদা ও ন্যায়বিচারের জন্য তোমার জীবন ঝুঁকির মুখে ফেলেছিলে। আমরা জুলাই প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছি। সাহসী, ক্রোধী ও আশাবাদী সেই তরুণদের, যারা একটি ন্যায্য রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, আমরা তাদের একত্রিত করতে পারিনি। আমরা সময় হারিয়েছি। আমরা রাজনৈতিক ভুল করেছি আর মানুষ এর মূল্য দিয়েছে।
নাহিদ পোস্টে লিখেছেন, জুলাই মাসে, আমাদের ভাইবোনদের হত্যা করা হয়েছে। তারা ক্ষমতা, দল বা পদের জন্য মারা যায়নি। তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করার জন্য এবং বাংলাদেশকে ভিন্ন হতে পারে বলে বিশ্বাস করার জন্য তাদের হত্যা করা হয়েছে।
তিনি আরও লিখেন, আমরা জুলাই থেকে সরে যাব না। আমরা চাপের মধ্যে আছি। আমরা আহত। কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি এবং আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যাতে আপনার সন্তান এবং এই দেশের প্রতিটি শিশু মর্যাদার সাথে বাঁচতে পারে।
ফ্যাসিস্টদের কোন ক্ষমা হবে না জানিয়ে নাহিদ লিখেছেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করি। আমরা মানি—গত দেড় বছরে ইতিহাস আমাদের কাছ থেকে যা দাবি করেছিল, আমরা তা করতে পারিনি। আমরা আমাদের শত্রুদের প্রতিও ন্যায়বিচার অনুশীলন করব। কিন্তু ফ্যাসিস্টদের কোন ক্ষমা হবে না। যারা এই দেশকে ধ্বংস করেছে, যারা দমন-পীড়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের এক ইঞ্চিও ক্ষমা করা হবে না।
সবশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ওসমান হাদির সুস্থ হয়ে ফিরে আসা কামনা করে লিখেছেন, ‘ভাই, আমাদের কাছে ফিরে এসো। জনগণ এবং তুমি যে আন্দোলনের জন্য দাঁড়িয়েছিলে, তার কাছে ফিরে এসো। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের জীবন হারাতে পারি কিন্তু জুলাই মাসে হাল ছাড়ব না।’









