সর্বশক্তি প্রয়োগ করে দ্রুত সময়ে এই সরকারকে সরাতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন দ্রুত মামলাগুলোর রায় ঘোষণা দেওয়া হচ্ছে। কারণ নির্বাচনের আগে মাঠ শূন্য করে দিতে চায় আওয়ামী লীগ। তবে মনে রাখবেন, আমাদের নতুন করে হারানোর কিছু নেই, আছে শুধু অর্জন।
বৃহস্পতিবার ১০ আগস্ট বিকেলে গুলশান কার্যালয়ে সরকার পতনের আন্দোলনে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্থ নেতা-কর্মীদের সাথে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সর্বশক্তি প্রয়োগ করে দ্রুত সময়ে এই সরকারকে সরাতে হবে। তবেই দেশের মানুষের মুক্তি মিলবে। আমরা বিশ্বাস করি যে, এই সরকারকে এ দেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে।
দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে সরকার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এখন তারা জিয়া পরিবারকে ভয় পেয়ে একের পর এক মামলা দিচ্ছে। এর বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়াও বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারা যায় তাহলে খালেদা জিয়াসহ সকলের মামলা বিচারিক অপরাধ হিসেবে গণ্য করা হবে। গণতন্ত্র ফিরে পেতে হলে আন্দোলন করতে হবে। আন্দোলনে কোনও বয়স লাগে না।
এসময় বিএনপির আরেক নেতা আব্দুল মঈন খান বলেন, এক দফার আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এদেশের মানুষকে রক্ষার জন্য। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।







