চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমরা এই একটি দিনই বাঙালি হয়ে যাই। আমরা বাঙালি হয়েই থাকতে চাই।
আজ (১৪ এপ্রিল) সোমবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক আবদুল্লাহ আবু সায়ীদ একথা বলেন।
প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সূর্যোদয়ের সাথে শুরু হয় বাংলা ১৪৩২-কে বরণের পালা।
যন্ত্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। দীপ্তি চৌধুরীর উপস্থপনায় শিল্পী স্বাতী সরকার-এর পরিচালনায় সুরের ধারার শিল্পীরা একে একে পরিবেশন করেন তাদের পরিবেশনা।
অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আরা। শিল্পী ফাহিম হোসেন, কিরণ চন্দ্র রায়, প্রিয়াংকা গোপ, অনন্যা আচার্য, শারমিন সহ তরুণ শিল্পীরাও তাদের সঙ্গীত পরিবেশন করেন।
ভিন্ন জাতির গোষ্ঠীর পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়ে যায়। এর আগের দিন সন্ধ্যায় চৈত্র সংক্রান্তি এবং রাতে বাউল সঙ্গীতের আসর বসে।









