যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ইউজিন স্ট্রিকল্যান্ড ডিজনি ওয়ার্ল্ডের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ টাকা (৫০ হাজার ডলার) ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। অভিযোগ, ডিজনির ব্লিজার্ড বিচ ওয়াটারপার্কে ‘ডাউনহিল ডাবল ডিপার’ নামের একটি ওয়াটারস্লাইডে চড়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
আজ (৩ জুন) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ২০২১ সালের জুলাই মাসে ঘটে যাওয়া এই ঘটনার সময় ইউজিনের ওজন ছিল ১৫১ কেজি, যা ওই রাইডের নির্ধারিত ১৩৮ কেজির সীমা অতিক্রম করেছিল।
মামলায় বলা হয়েছে, স্লাইডটির অতিরিক্ত গতি এবং এর নকশাগত ত্রুটির কারণে ইউজিনের ইনফ্ল্যাটেবল টিউবটি সরে যায় এবং তিনি জোরে স্লাইডের শক্ত প্লাস্টিকের ওপর পড়ে যান। ফলে তিনি শারীরিকভাবে গুরুতর আহত হন। তার দাবি, এতে তার ব্যথা, অক্ষমতা, দাগ, বিকৃতি, মানসিক যন্ত্রণা এবং জীবন উপভোগের ক্ষমতা হারানোর মতো সমস্যার সৃষ্টি হয়েছে।
ইউজিনের আইনজীবীরা বলেন, আমাদের মক্কেল ডিজনির ব্লিজার্ড বিচ রাইডে গুরুতরভাবে আহত হয়েছেন। ডিজনির নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও তদারকির অভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নিচ্ছি।
যুক্তরাষ্ট্রে বিনোদন পার্কে নিরাপত্তা নিয়ে বিতর্ক নতুন নয়। তবে ডিজনির মতো বৃহৎ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মামলা আবারো প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে।









