বরিশালে গত ২৪ ঘন্টায় ৮১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর কারণে ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বরিশালে। এতে শহরের প্রধান প্রধান সড়কসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
বরিশালের ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌছেঁছে। এছাড়াও নদীবন্দরগুলোতে ১ নম্বর ও সমুদ্র বন্দররে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিস।









