পাকিস্তান গ্রুপপর্বে নিজেদের ম্যাচগুলোতে খারাপ করায় সেমিফাইনালের আগেই বাদ পড়েছে। অন্যদিকে ব্যাটে বলে দুর্দান্ত করে ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসের সময় কয়েন একটু দূরে ফেলেছিলেন রোহিত। এটাকে ফিক্সিংয়ের সাথে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। স্বদেশীদের এমন বক্তব্যে বিব্রতবোধ করেছেন সাবেক পেসার ওয়াসিম আকরাম।
৬৬ বর্ষী সাবেক পেসার বখত বলেছেন, ‘যদি আপনি কাছ থেকে দেখেন, খেয়াল করবেন অন্য অধিনায়ক থেকে কয়েন দূরে ফেলেছেন রোহিত। এটা এত দূরে যে অন্য অধিনায়ক বুঝতেই পারবে না যে আসলে কি পড়েছে।’
ভারতকে নিয়ে স্বদেশীদের ক্রমাগত এমন মন্তব্যে বিব্রত ওয়াসিম বলেছেন, ‘কে নির্ধারণ করবে কয়েন কোথায় পড়বে? সেখানে ম্যাট থাকে শুধু স্পন্সরশীপের জন্য। আমি বিব্রতবোধ করছি।’
এরআগে পাকিস্তানের সাবেক স্পিনার হাসান রাজা অভিযোগ করেছিলেন, ভারতের বোলিং ইনিংসের সময় বিশেষ ধরণের বল দেয়া হচ্ছে বোলারদের। ডিসিশন রিভিউয়ের ক্ষেত্রেও কারচুপির অভিযোগ তুলেছিলেন ৪১ বর্ষী সাবেক এ খেলোয়াড়।
এরপর ভারতীয় ব্যাটারদের বন্দনা করেছেন ওয়াসিম। বলেছেন, ‘আমরা রোহিত শর্মার কথা খুব বেশি শুনি না কারণ সে সেঞ্চুরি বা ডাবলে পৌঁছাতে পারে না। কিন্তু যে শুরুটা সে দেয়, তা বেশ কার্যকর এমন শুরুই ভারতের দরকার।’
টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে দলটি নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে। আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।







