পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট শুরুর বাকী আর দু’দিন, এগোচ্ছে ডেভিড ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারে ইতি টানার দিনক্ষণেও। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই ম্যাচ দিয়েই টেস্টকে বিদায় বলবেন তারকা ব্যাটার। তার আগে লাল বলের সংস্করণে তার সেরা ইনিংস, মুহুর্ত এবং ক্যারিয়ারে মোকাবেলা করা সবচেয়ে কঠিন বোলারের নাম জানিয়েছেন ওয়ার্নার।
জয়ের সেরা মুহুর্তের কথা উল্লেখ করে ওয়ার্নার জানিয়েছেন, ‘অনেকগুলো মুহুর্ত আছে, কিন্তু দলগত বিচারে আমি মনে করি অ্যাশেজ জয় সবচেয়ে বড়। কিন্তু আমার মনে আছে ২০১৪ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে পেসার রায়ান হ্যারিস শেষ দুই ওভারে দুই উইকেট নিয়েছিলেন। আমার কাছেই সেটাই মনে হয়েছে সেরা, কারণ ওই সিরিজটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
পাকিস্তানের বিপক্ষে নিজের অপরাজিত ৩৩৫ রানের ইনিংসকে সেরা বলছেন ওয়ার্নার, ‘আমার মনে হয়, ২০১৭ সালে এক সেশনে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি সেরা। এক সেশনে সেঞ্চুরি অনেক বড় কিছু। এরপর এই একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাডিলেডে ৩০০ রানের বেশি করা সম্ভাবত সবচেয়ে ধৈর্যশীল ইনিংস ছিল। পরের দিন আবার গিয়ে ব্যাট করা মানসিকভাবে একটি চ্যালেঞ্জ ছিল। আগে এটা মোটেও অভ্যস্ত ছিলাম না আমি।’
সাউথ আফ্রিকার ডেল স্টেইনকে সবচেয়ে কঠিন বোলার বলে আখ্যা দিয়েছেন ওয়ার্নার। বলেছেন, ‘কোনো সন্দেহ ছাড়াই, এটা হবে ডেল স্টেইন। ২০১৬-১৭তে ঘরের মাঠে ফিরে যেতে চাই যেখানে শন মার্শ এবং আমাকে কঠিন ৪৫ মিনিট কাটাতে হয়। শন আমাকে বলল, আমি তাকে পুল করতে পারছি না। আমি জানি না কিভাবে তার মুখোমুখি হব। সে এমন একজন পেসার যে কখনই আপনাকে হাসার অথবা শ্বাস নেয়ার সুযোগ দেবে না।’
সেই সঙ্গে তার প্রতি বিশ্বাস রাখার জন্য সাবেক অজি ব্যাটার গ্রেগ চ্যাপেলকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্নার।







