পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পেসার মিচেল জনসন। অতীতে বল টেম্পারিংয়ের দায় নিয়েও ফের বাঁহাতি ব্যাটারের সমালোচনা করেছেন অজিদের সাবেক পেসার। সেই আলোচনায় অবশ্য আরেক টেস্ট ওপেনার উসমান খাজাকে পাশেই পাচ্ছেন ওয়ার্নার।
৩৬ বর্ষী খাজা সংবাদমাধ্যমে বলেছেন, ‘ওয়ার্নার এবং স্মিথ আমার চোখে নায়ক। ওই কালো অধ্যায়ের ফেরে পড়ে তারা একবছর ক্রিকেটের বাইরে ছিলেন। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। মিচেল জনসনও তাই।’
‘তারা খেলার জন্য যা করেছেন, যেভাবে খেলে বড় হয়েছেন, তার চেয়ে অনেক বেশি কিছু। যারা বলছে ডেভ ওয়ার্নার অথবা অন্যকেউ স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির সাথে জড়িত, তারা আমাদের নায়ক নন। তাদের এ দাবি জোরালভাবে প্রত্যাখ্যান করছি। কারণ তারা তাদের ঋণ শোধ করেছেন। একবছর ক্রিকেটের বাইরে থাকা অনেক সময়।’
৩৭ বর্ষী ওপেনারকে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নারের ফর্ম নিয়ে প্রশ্ন তুলে দলে জায়গা পাওয়া উচিত নয় বলে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে কলামে লিখেছেন জনসন। খলনায়কের এমন নায়কোচিত বিদায়ের বিপক্ষেও সাবেক অজি পেসার।
তারকা-ক্যারিয়ারের শেষ তিন টেস্টের জন্য ফর্ম নিয়ে অবশ্য মোটেও উদ্বিগ্ন নন ওয়ার্নারের ম্যানেজার জেমস এরস্কাইন, ‘যদি এমন কেউ বসে থাকে যার স্বয়ংক্রিয়ভাবে দলে আসা উচিত, তাকে নিয়ে আসুন। ওয়ার্নার তাকে বলবে, আমার আতিথ্য গ্রহণ করুন, আপনাকে কিছু ব্যাটিং পরামর্শ দিচ্ছি। কিন্তু আসল বিষয়টি হল সেখানে কেউ নেই।’








