পাকিস্তানের বিপক্ষে হতে চলা সিরিজে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারকে রেখে দল দেয়ায় চটেছিলেন সাবেক পেসার মিচেল জনসন। বলেছিলেন, একজন খলনায়কের বিদায়ে এত আয়োজন কেন। তা ঘিরে শুরু হয়েছে কথার লড়াই। ওয়ার্নার ও জনসনের সেই লড়াই থামাতে চান অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
মিডিয়ার পরিবর্তে মুখোমুখি বসে সমস্যার সমাধানে আগ্রহী পন্টিং বলেছেন, ‘যেকোনো পর্যায়ে আমাকে এ দুজনের সমস্যার মধ্যে ঢুকতে হতো। আমার মনে হচ্ছে আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে এবং মিডিয়ায় বলার চেয়ে একরুমে আটকে রেখে তাদের সমস্যার সমাধান করতে হবে। আমরা জানি তারা দুজনেই বেশ উচ্ছৃঙ্খল চরিত্র।’
‘এ সমস্যার উৎপত্তি সেখানে। এটি একটি সমস্যার মতো শোনাচ্ছে, যা তাদের দুজনের মধ্যে এবং মুখোমুখি কথোপকথন ছাড়াই হয়ে গেছে। আমি চাই তাদের মধ্যে এমন ঘটুক।’
২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। যা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। ওই ঘটনায় জড়িত থাকায় নিষিদ্ধ হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নার টেস্টকে বিদায়ের দিনক্ষণ ঠিক করার পর তাকে রেখে দল দেয়া হয়, যেটির কড়া সমালোচনায় কলাম লিখেছেন জনসন।







