অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভালোই পরীক্ষা নিয়েছিলেন মার্ক উড ও জফরা আর্চার। লাল বলে অজিদের ভোগানো দুই বোলারকে নিয়ে টি-টুয়েন্টিতে চিন্তার কিছু দেখছেন না ডেভিড ওয়ার্নার। বরং রান পাওয়ার বুদ্ধি বাতলে দিলেন তারকা ব্যাটার।
টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় গড়াবে লড়াই। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার। ইংল্যান্ডের বিপক্ষে হতে পারে এটি তার শেষ ম্যাচ। তার আগে মনে করিয়ে দিলেন টেস্ট ও টি-টুয়েন্টির পার্থক্যের কথা।
দুই ইংলিশ পেসারের গতি কাজে লাগাতে মুখিয়ে আছেন অজি ওপেনার। বলেছেন, ‘আপনাকে কেবল তাদের (উড ও আর্চার) গতিকে কাজে লাগাতে হবে। টেস্ট ক্রিকেটে ভিন্নভাবে ফিল্ডিং সাজানো হয়, বলও থাকে আলাদা। টি-টুয়েন্টি ক্রিকেটে, ব্যাটের কানায় লাগাতে পারলেও বল চলে যাবে। তাই দুই সংস্করণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।’
ওমানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। বৃষ্টির বাধায় স্কটল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয়েছে তাদের প্রথম ম্যাচ।









