হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ঠগস অব হিন্দোস্তান’-এর লাইফটাইম কালেকশন ছাড়িয়ে গেছে। মুক্তির ৭ দিনে আর কী কী রেকর্ডের মুখোমুখি এই ছবি?
৩২৫ কোটি বাজেটে নির্মিত ছবিটি প্রথম সপ্তাহে ট্রেড অ্যানালিস্টদের প্রত্যাশা ছিলো ৫০০ কোটির ক্লাবে পৌঁছানো! তবে সেই মাইলফলক স্পর্শ করতে ব্যর্থ হলেও প্রথম সপ্তাহে ৩০০ কোটির ঘর অতিক্রম করেছে ‘ওয়ার ২’। যার মধ্য দিয়ে ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমা হয়ে উঠেছে।
দেশীয় বক্স অফিসে অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা ৭ দিনে ভারতে আয় করেছে ২০৪.৫৯ কোটি নেট, যা ট্যাক্সসহ মোট ২৪১.৪১ কোটি গ্রস! তবু এটি ছাভা-কে ছাড়াতে পারেনি, যা প্রথম সপ্তাহে আয় করেছিল ২২৫.২৮ কোটি (নেট)।
বিদেশি বাজারে ‘ওয়ার ২’ ছবিটি বেশ ধীর গতিতে আগাচ্ছে। তবে আশা করা হচ্ছে, আন্তর্জাতিক দৌড় শেষ হওয়ার আগে কিছু রেকর্ড ভাঙবে! ৭ দিনে ছবিটি বিদেশে গ্রস করেছে ৬৮ কোটি টাকা! খুব সম্ভবত এটি বৃহস্পতিবারেই (২১ আগস্ট) সিতারে জমিন পার (৬৯.৫০ কোটি) এবং হাউসফুল ৫ (৭০ কোটি)-কে ছাড়িয়ে যাবে।
‘ওয়ার ২’ বিশ্বব্যাপী এখন পর্যন্ত আয় করেছে ৩০৯.৪১ কোটি গ্রস। এটি ২০২৫ সালের বৈশ্বিক বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করা বলিউড ছবি। ইতোমধ্যে ছবিটি হাউসফুল ৫ (৩০৪.১২ কোটি)-কে পেছনে ফেলেছে। এর উপরে এখন কেবল সাইয়ারা (৫৫৩.৭৬ কোটি) এবং ছাভা (৮২৭.০৬ কোটি), যেগুলোকে ছাড়িয়ে যাওয়া কার্যত অসম্ভব!
অল-টাইম বলিউডের বিশ্বব্যাপী টপ গ্রসারে ‘ওয়ার ২’ ছাড়িয়ে গেছে হিন্দি মিডিয়াম (৩০৪.৫৭ কোটি), ঠগস অব হিন্দোস্তান (৩০৪.৯৫ কোটি) এবং গোলমাল অ্যাগেইন (৩১০.৬৭ কোটি)-কে। মুক্তির ৮ম দিন বৃহস্পতিবার এটি গুড নিউজ (৩১১.২৭ কোটি)-কে পেছনে ফেলে শীর্ষ ৫০ তালিকায় ঢুকে পড়বে। –কইমই.কম









