ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। অবশেষে জানালেন কেমন স্ত্রী চাই তার।
৫৮-তে পা দিয়েও ব্যাচেলর সালমান খান। কবে বিয়ে করবেন সালমান, বছরের পর বছর এ প্রশ্ন করে যাচ্ছেন ভক্ত ও পাপারাজ্জিরা। একাধিক খ্যাতনামা অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। পরিণতি পায়নি একটিও। অভিনেতার নাকি বিয়ে হওয়া বেশ কঠিন, এমনটাই জানিয়েছিলেন এক জ্যোতিষী। এবার ‘বিগ বস ১৮’ এর মঞ্চে আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধ আচার্যকে জানালেন কেমন স্ত্রী চাই তার সেই সম্পর্কে।
‘বিগ বস্ ১৮’ মঞ্চে অতিথি হয়ে আসেন অনিরুদ্ধ আচার্য। সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল এই গুরু। তিনি বলেন, এ বার মেয়ে খুঁজতে হবে সালমানের জন্য। তাতেই সালমান বলেন, ‘না না আর প্রয়োজন নেই।’ দমে যাননি আধ্যাত্মিক গুরু। তিনি পাল্টা বলেন, ‘এবার এমন মেয়ে খোঁজা হবে যে পালিয়ে যাবে না।’ তাতেই সালমানের উত্তর, ‘আমরা তো এমন মেয়ে চাই যে পালিয়ে যাবে।’
বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলরদের একজন সালমান খান। সমসাময়িক সকল তারকাই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও সালমান থেকে গেছেন অবিবাহিত। কিছুদিন আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক সালমানকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন, ‘আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আরও ২০ বছর আগে এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।’ ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের প্রশ্ন, তাহলে কি বিয়ে নিয়ে আর ভাবছেন না সালমান খান? তবে কি ব্যাচেলরই থেকে যাওয়ার পরিকল্পনা সালমানের!
সূত্র: হিন্দুস্তান টাইমস









