ওয়েলস এবং লিডস ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার টেরি ইয়োরাথ মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে মৃত্যু। বয়স হয়েছিল ৭৫ বছর।
লিডসের সোনালি যুগে ইয়োরাথ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলেছেন। ইয়োরাথ নিজের প্রথম পেশাদার ক্লাব লিডসে ১৯৯ ম্যাচে ১১ গোল করেছেন।
১৯৭২/৭৩ মৌসুমে তিনি লিডসের হয়ে ইংলিশ প্রথম বিভাগ ফুটবল (বর্তমান প্রিমিয়ার লিগ) জেতেন। ১৯৭১/৭২ মৌসুমে লিডস এফএ কাপ জেতে এবং ১৯৭২/৭৩ মৌসুমে দ্বিতীয় স্থান অর্জন করে, সে দলের সাথেও ছিলেন ইয়োরাথ। ১৯৭২/৭৩ এবং ১৯৭৪/৭৫ মৌসুমে লিডসের হয়ে ইউরোপিয়ান কাপের (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে খেলেন তিনি।
ইয়োরাথ ওয়েলসের হয়ে ৫৯ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৪২ ম্যাচে অধিনায়ক ছিলেন।
১৯৫৪ সালে ওলেয়স প্রথমবার বিশ্বকাপ খেলে, কোয়ার্টার ফাইলানে পৌঁছায়। সেই দলের অন্যতম সদ্য ছিলেন ইয়োরাথ। ওয়েলসের কোচ হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন, শেষে এসে বাছাইপর্বে রোমানিয়ার কাছে তার দল ২-১ গোলে হেরে যায়।
ইয়োরাথ কভেন্ট্রি সিটি, টটেনহ্যাম হটস্পার, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং ব্র্যাডফোর্ড সিটির হয়ে খেলেছেন। সোয়ানসি সিটিতে খেলোয়াড়ি জীবন শেষ করেছেন।









