সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসেছি। ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ড. জোবায়দা রহমান।

তারেক রহমান বলেন, আজ আপনারা যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন, এইজন্য গত ১৫-১৬ বছরে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। আমরা আমাদের মাঝ থেকে ইলিয়াস আলি, জুনায়েদ, দিনারকে হারিয়েছি। যারা ১ বছর আগে এই দেশ ছেড়ে পালিয়েছে, তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি, তারা এই দেশের মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি, তারা ইলিয়াস আলি, জুনায়েদ, দিনারের মত হাজারো মানুষকে হত্যা করেছিল।
তারেক রহমান বলেন, ঢাকা থেকে সিলেট আসতে আগে ৪ ঘণ্টা সময় লাগতো, আজ ১০ ঘণ্টা সময় লেগেছে। সিলেটের অনেকেই লন্ডনে থাকেন, লন্ডনে যেতেও এত সময় লাগে না। এই হচ্ছে উন্নয়নের অবস্থা। উন্নয়নের নামে ফ্যাসিস্ট সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে যেভাবে লুটপাট হয়েছিল আমরা সেই অবস্থার পরিবর্তন করতে চাই। নির্বাচিত হলে আমরা কৃষকদের পাশে থাকবো। আপনারা জানেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করেছিলেন। ১২ তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবারো কৃষকদের জন্য খাল খনন করবো। আমরা কৃষকদের জন্য কৃষককার্ড দিতে চাই।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। খালেদা জিয়ার সরকার মা বোনদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মা বোনদের সাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে মা বোনেরা আপনাদের পাশে থেকে আপনাদের পরিবারকে সাহয্য করতে পারে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।

বিএনপির জনসভায় তিনি বলেন, সিলেটের অধিকাংশ মানুষ লন্ডনে যায়, এই দেশের মানুষ বিভিন্ন দেশে যায়। এই মানুষগুলকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে দক্ষ জনশক্ত হিসেবে গড়ে তুলতে চাই, কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই, যাতে তারা দেশের ভেতরে দেশের বাইরে যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে এসেছে, বিদেশে কীভাবে পোস্টাল ব্যালট চুরি হয়েছে। এই দেশের কিছু মহল ষড়যন্ত্র করছে। পোস্টাল ব্যালট ডাকাতি করছে। সেই ষড়যন্ত্রের বিপক্ষে সতর্ক থাকতে হবে। কুচক্রি মহলের ষড়যন্ত্র থেমে নেই। ২০২৪ সালের ৫ আগষ্ট বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছেন, এই দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে একটি দল এই দিব, ওই দিব বলে নির্বাচনের আগেই তারা মিথ্যা কথা বলে মানুষ ঠকাচ্ছে। দেয়ার মালিক আল্লাহ। এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ‘সবশেষে বলতে চাই, আমরা বিশ্বাস করি, দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস। আমরা বলতে চাই, করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমরা নবী করীম (সঃ) এর ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনা করবো।’









