বাংলাদেশে আজ নির্বাচনের উৎসব হলেও এই সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। তাই এই মুহূর্তে অন্তরর্বর্তীকালীন সরকারের একমাত্র দায়িত্ব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বলে মন্তব্য করছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন. ম এহসানুল হক মিলন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় ১০নম্বর গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাবেক এ মন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম পাটোয়ারীসহ কচুয়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সহস্রাধিক কর্মী সমর্থক।









